• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

নড়িয়ায় বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে সার-বীজ বিতরন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ নভেম্বর ২০২২

চলতি রবি মৌসুমে প্রণোদনা কার্যক্রমের আওতায় শরীয়তপুরে দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার নড়িয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নড়িয়া পৌরসভা এবং ১৪টি ইউনিয়নের কৃষকের মাঝে এসব সার-বীজ বিতরণ করেন শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। দুই হাজার ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৯টি ফসলের প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষক পাচ্ছেন এক কেজি সরিষার বীজ, আট কেজি খেসারির বীজ, এক কেজি পেঁয়াজের বীজ, পাঁচ কেজি মসুরের বীজসহ ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার। এছাড়া ৫০ ভাগ ভর্তুকির আওতায় সাতটি সিডার সংযুক্ত টিলার, তিনটি মাড়াই যন্ত্র ও তিনটি সিডার সংযুক্ত পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাশেদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ ও নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ থাকার জন্য। যতটুকু সম্ভব খাদ্য উৎপাদনে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী নির্দেশনায় প্রতি ইঞ্চি জায়গা ব্যবহারের জন্য নতুন জাত সম্প্রসারণের মাধ্যমে ফলন বৃদ্ধির জন্য কৃষকদের কাছে সার-বীজ বিতরণ করা হলো।


মোঃ আবুল হোসেন সরদার
শরীয়তপুর প্রতিনিধি
মোবাইল ০১৭১১০৪৬৪২১
তারিখ ১৯-১১-২২

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads